Promode Dhaliya Dinu Mon

প্রমোদে ঢালিয়া দিনু মন, তবু প্রাণ কেন কাঁদে রে ।
চারি দিকে হাসিরাশি, তবু প্রাণ কেন কাঁদে রে ॥
আন্ সখী, বীণা আন্, প্রাণ খুলে কর্ গান,
নাচ্ সবে মিলে ঘিরি ঘিরি ঘিরিয়ে—
তবু প্রাণ কেন কাঁদে রে ॥
বীণা তবে রেখে দে, গান আর গাস নে—
কেমনে যাবে বেদনা ।
কাননে কাটাই রাতি, তুলি ফুল মালা গাঁথি,
জোছনা কেমন ফুটেছে—
তবু প্রাণ কেন কাঁদে রে ॥



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link