Aamar Je Din Bhese Gechhe - Original

আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে
তারি ছায়া পড়েছে শ্রাবণগগনতলে
যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে

সে দিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে গেছে থেমে
সে দিন যে রাগিণী গেছে থেমে
অতল বিরহে নেমে গেছে থেমে
আজি পুবের হাওয়ায় হাওয়ায়
হায় হায় হায় রে, কাঁপন ভেসে চলে

আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে

নিবিড় সুখে মধুর দুখে জড়িত ছিল সেই দিন
দুই তারে জীবনের বাঁধা ছিল বীন
তার ছিঁড়ে গেছে কবে
তার ছিঁড়ে গেছে কবে একদিন কোন হাহারবে
তার ছিঁড়ে গেছে কবে
সুর হারায়ে গেল পলে পলে

আমার যে দিন ভেসে গেছে চোখের জলে
আমার যে দিন ভেসে গেছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link