Kalindi Pulin Bone - Original

কালিন্দী পুলিন বনে
কুঞ্জবন সাজে
কালিন্দী পুলিন বনে
ভাগ্যবতী শ্রী যমুনা
পুলিন বনে ঝলমল করে
পুলিন বনে ঝলমল করে
কালিন্দী পুলিন বনে
কুঞ্জবন সাজে

ঝলমল ঝলমল ঝলমল করে
ঝলমল ঝলমল ঝলমল করে
পুলিন বনে ঝলমল করে

কালিন্দী পুলিন বনে
কুঞ্জবন সাজে

নব রে, নব রে, নব রে, নব রে
নব রে, নব রে, নব বৃন্দাবনে
সকল নব রে

কালিন্দী পুলিন বনে
কুঞ্জবন সাজে

নবীন মল্লিকা
নবীন কেশর রাগ
নবীন মল্লিকা
নবীন কেশর রাগ
নিশি উদয়, চান্দ উদয় হলো
আজ নিশি উদয়, চান্দ উদয় হলো
বকুল, চান্দ উদয় হলো
বকুল, চান্দ উদয় হলো
ভাসালো ফুলাল পরান

কালিন্দী পুলিন বনে
কুঞ্জবন সাজে
কালিন্দী পুলিন বনে
ভাগ্যবতী শ্রী যমুনা
পুলিন বনে ঝলমল করে
পুলিন বনে ঝলমল করে
কালিন্দী পুলিন বনে



Credits
Writer(s): Vinayakrao Patwardhan
Lyrics powered by www.musixmatch.com

Link