Chhinna Patar Sajai Tarani

ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
আনমনা যেন দিকবালিকার
আনমনা যেন দিকবালিকার
ভাসানো মেঘের ভেলা

ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা

যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
যেমন হেলায় অলস ছন্দে
কোন খেয়ালির কোন আনন্দে
সকালে-ধরানো আমের মুকুল
ঝরানো বিকালবেলা

ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা

যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে

যে বাতাস নেয় ফুলের গন্ধ
ভুলে যায় দিনশেষে
তার হাতে দিই আমার ছন্দ
কোথা যায় কে জানে সে

লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
লক্ষ্যবিহীন স্রোতের ধারায়
জেনো জেনো মোর সকলই হারায়
জেনো জেনো
চিরদিন আমি পথের নেশায়
পাথেয় করেছি হেলা

ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা
ছিন্ন পাতার সাজাই তরণী
একা একা করি খেলা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link