E Nahe Ja Cheychhi Yug Yug Dhare

এ নহে যা চেয়েছি যুগ যুগ ধরে
এ নহে যা পেয়েছি এ জীবন ভরে
এ নহে যা চেয়েছি যুগ যুগ ধরে

চেয়েছিনু দু'টি গভীর নীরব নয়নে
আমি শুধু ভরে রবো অথৈ স্বপনে
দু'টি নদী মিশে যাবে প্রাণেরই সাগরে

এ নহে যা পেয়েছি এ জীবন ভরে
এ নহে যা চেয়েছি যুগ যুগ ধরে

মেঘ, মাটি, তুমি, আমি একটি মোহনা
আছে সুর, আছে গান, গানের নিশানা
কী পেয়েছি বলো আমার ছোট এ জীবনে
আশা কাঁদে ব্যথা লয়ে মনের গহনে
বঞ্চনার ঢেউ ভাঙে নিরাশার বালুচরে

এ নহে যা পেয়েছি এ জীবন ভরে
এ নহে যা চেয়েছি যুগ যুগ ধরে



Credits
Writer(s): Shyamal Mitra, Anal Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link