Se Ek Pahari Bunglow

সে এক
পাহাড়ি বাংলো থেকে বনে-অরণ্যে ঘুরে
বনময়ূরের খোঁজে
নিঃশব্দে পা টিপে ধনুক নিয়ে ভাবি
তীর দেবো কি না দেবো ছুঁড়ে

সে এক
পাহাড়ি বাংলো থেকে বনে-অরণ্যে ঘুরে
বনময়ূরের খোঁজে
নিঃশব্দে পা টিপে ধনুক নিয়ে ভাবি
তীর দেবো কি না দেবো ছুঁড়ে

সে এক-

তারপর-
তারপর ভেবেছিলেম শুনব এবার
তারপর-
তারপর ভেবেছিলেম শুনব এবার
শুধু দুই ডানার ঝটপটি সেই ময়ূরের
ঘুরতে ঘুরতে কোথায় পড়বে দূরে
বনপলাশের ডালে

বিচ্ছেদে তার শোকে ময়ূরী আকাশকে
কান্নায় ভরিয়ে যাবে উড়ে

সে এক-

তাই কোনোদিকে চোখ না মেলে
এ ধনুক দিয়ে বাণ বেঁধে ফেলি
আমি চোখ না মেলি
হঠাৎ-
হঠাৎ চেয়ে দেখি অবাক হয়ে
এক সাঁওতালি কন্যা তার হাসির বাণে
বিঁধল এসে আমার হৃদয়পুরে

সে তীর বেঁধার আগে
নিশ্চিন্তে সে পাখি বসল উড়ে কোনো
দূর বনপারে পাহাড়ের চূড়ে

সে এক-
পাহাড়ি বাংলো থেকে বনে-অরণ্যে ঘুরে
বনময়ূরের খোঁজে
নিঃশব্দে পা টিপে ধনুক নিয়ে ভাবি
তীর দেবো কি না দেবো ছুঁড়ে

সে এক-



Credits
Writer(s): Bhashkar Basu, Dinendra Chowdhury
Lyrics powered by www.musixmatch.com

Link