Aadho Aalo Chhayate (From "Kalankini Kankabati")

ও আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার
ও আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার

আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা
আমারই আকাশে তুমি যে ধ্রুবতারা
তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা
ও জীবনে আর মরণে আমি যে তোমার

ও আধো-আলো ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার

জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরই স্বপ্নমহল যেন এমনি থাকে
ও জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে
প্রেমেরই স্বপ্নমহল যেন এমনি থাকে
আমি আলো হয়ে আসবো, হোক না অন্ধকার

আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার

আমি যা চেয়েছি, তুমি তা দিয়েছো ঢেলে
ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
আমি যা চেয়েছি, তুমি তা দিয়েছো ঢেলে
ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে
তুমি ডাকলে, কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়ার

আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার
ও আধো আলো-ছায়াতে, কিছু ভালোবাসাতে
আজ মন ভোলাতে হবে বলো কার?
কারও নয়, শুধু যে আমার

কারও নয়, শুধু যে আমার
কারও নয়, শুধু যে আমার



Credits
Writer(s): R D Burman, Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link