Ek Tanete Jemon Temon (From "Trayee")

চোপ, সুর দে সুর
ঠিক আছে

এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
ওরে, মরে গেলাম রে
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখি
ছিলিমের কী মহিমা বাবা!

এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখি
সুখী, সবাই সুখি

ওরে, এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখী
ভোলে, ভোলেনাথ

পাঁচ টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়
ছ'টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
সব ভেসে যাবে, সব ভেসে যাবে রে
পাঁচ টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়
ছ'টানেতে আকাশেতে ভেসে থাকা যায়
সাত টানেতে তুমি হবে ব্রহ্মা, বিষ্ণু, কালি
আট টানেতে স্বর্গ-নরক সবই পাবে খালি
দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?
দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?

ন'টানের কী মহিমা!
ন'টানের কী মহিমা, তুমি ব্রহ্মভোগী!
তিন টানেতে রাজা-উজির
চার টানেতে সুখি
সুখি, সুখি, সবাই সুখি

এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
তিন টানেতে রাজা উজির
চার টানেতে সুখি
কী যে ছিলিমের মহিমা বাবা!

সমুদ্র, এ যে সমুদ্র, চারিধারে সমুদ্র
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভান্ড

একি! একি! দেবানন্দের হিন্দী ফিলিমি ছিলিম কেন, বাবা?
ভুল হয়ে গেছে, বাংলায় ফিরে এসো, বাবা

সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড
তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কান্ড
কান্ড, সব লণ্ডভণ্ড
সমুদ্র মন্থনে ওঠে অমৃতের ভাণ্ড
তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কান্ড
অমৃতের ছিটা পড়ে গজালো যে ঘাস
তাই থেকে পৃথিবীতে হলো গাঁজার চাষ
গাঁজার চাষরে, দাদা
ও গাঁজার চাষরে, দাদা

দেখাবো নাকি, খালি-ভরি দেখাবো নাকি?
সেই গাঁজা খেয়ে যে শিব
ওরে সেই গাঁজা খেয়ে যে শিব হলেন মহাযোগী
তিন টানেতে রাজা-উজির
চার টানেতে সুখি
সবাই সুখী, ছিলিমে সুখি

এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
তিন টানেতে রাজা-উজির
চার টানেতে সুখি

বাম ভোলে, বাম ভোলেনাথ
ওরে এক টানেতে যেমন তেমন
দু'টানেতে রোগী
তিন টানেতে রাজা-উজির
চার টানেতে সুখি

চার টানেতে সুখি
চার টানেতে সুখি, হা-হা-হা
ওরে, ওরে, ये ऐसा वैसा दम नहीं
ये साला गांजा का दम है



Credits
Writer(s): R D Burman, Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link