Bou Katha Kao

বৌ কথা কও পাখি কেন
অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ঝড়ানো ছায়
কেন সারা বেলা নীরব থেকে
এখন সাড়া জাগায় সে তার
মনের কথা বোঝাও দেখি দায়
বৌ কথা কও পাখি কেন
অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ঝড়ানো ছায়

চুপে চুপে আঁখি কারে
এমন করে খোঁজে হায়
এমন মধুর ব্যাকুলতা
কেইবা বলো বোঝে হায়
মন রেখে সে মন নিয়ে যায়
কিছুই সে যে বোঝেনা
মন রেখে সে মন নিয়ে যায়
কিছুই সে যে বোঝেনা
অশ্রু শিকল লুটায় তারই পায়

কেন সারা বেলা নীরব থেকে
এখন সাড়া জাগায় সে তার
মনের কথা বোঝাও দেখি দায়
কেন আধের মালায়
মনে রাতে ফুলে আনে গন্ধ
সেই কিগো তার অনুরাগের
গোপন মধুর ছন্দ
হৃদয় কেন স্মৃতির ভারে
অমন করে কাঁদে হায়
মেঘের ছায়া আসে যেন
ঐ সুদূরে চাঁদে হায়
জ্বালা দ্বীপের পাশে কেন
আঁধার আসে আসেগো
জ্বালা দ্বীপের পাশে কেন
আঁধার আসে আসেগো
অভিমানেও মালা ঝরে যায়

কেন সারা বেলা নীরব থেকে
এখন সাড়া জাগায় সে তার
মনের কথা বোঝাও দেখি দায়
বৌ কথা কও পাখি কেন
অমন করে ডাকে গো
মৌ বনেরই সুর ঝড়ানো ছায়



Credits
Writer(s): Anupam Ghatak, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link