Keu Na Keu Chai Je

কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
মরবে এই বেলা

মনকে মানিয়ে নিয়ে তার সাথে যে
ঘুরবো সারা শহরে আজ রাতে যে
আমি যে বন্ধনহারা

কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
খেলবে প্রেম খেলা
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
মরবে এই বেলা
মরবে এই বেলা
মরবে এই বেলা

ওই সুন্দর চাঁদটাকে হৃদয়ে জুড়ে নেবো
ওই চন্দন জোছনাকে সেখানে ঢেলে দেবো
ওই সুন্দর চাঁদটাকে হৃদয়ে জুড়ে নেবো
ওই চন্দন জোছনাকে সেখানে ঢেলে দেবো
পাবে না, পাবে না, খুঁজে তো পাবে না
এই আমার মতো পাগল কোথাও তুমি

কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
মরবে এই বেলা
মরবে এই বেলা
মরবে এই বেলা

নেই একটি ঘরবাড়ি
পথে যে ঘুরিফিরি
নেই আকাশে হেলানো
সোনালী কোনো সিঁড়ি

নেই একটি ঘরবাড়ি
পথে যে ঘুরিফিরি
নেই আকাশে হেলানো
সোনালী কোনো সিঁড়ি
কখনো এখানে, কখনো ওখানে
তাই ভরায় নদী আমার হাজার বালুভূমি

কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
মরবে এই বেলা

মনকে মানিয়ে নিয়ে তার সাথে যে
ঘুরবো সারা শহরে বেলা আজ রাতে যে
আমি যে বন্ধনহারা

কেউ না কেউ চাই যে
খেলবে প্রেম খেলা
কেউ না কেউ চাই যে
মরবে এই বেলা
মরবে এই বেলা
মরবে এই বেলা



Credits
Writer(s): Nadeem Saifi, Pulak Bandhopadhyay, Shravan Rathod
Lyrics powered by www.musixmatch.com

Link