Ghore Ferar Gaan

ভাঙা গড়া, ওঠা পড়া, বাঁচা মরা
সবই তো কথার কথা
সবই জানো সবই বোঝো
তাও গুরু কিনেছো ছাতার মাথা
দিনশেষে টাল ফেরে
যে যার কপালে ফেরে হাতি ঘোড়া
মাদারির ঝুড়ি থেকে
চাঁদের বুড়িটা ছোঁড়ে মশকরা
ও শপিং শেষে হুপিং কেশে
পর্দা বুঝে স্বপ্নেরা হাত মোছে
অনেক দূরে অরূপ রতন
এইতো কোথাও কাছে

পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান
পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান

তুলোধোনা করে ফেরে
নিজেই নিজেকে দাও সান্ত্বনা
চাইলে কে কিনা পারে
সেটাই ভিখিরি মন জানতোনা

তুলোধোনা করে ফেরে
নিজেই নিজেকে দাও সান্ত্বনা
চাইলে কে কিনা পারে
সেটাই ভিখিরি মন জানতোনা
ও শপিং শেষে হুপিং কেশে
পর্দা বুঝে স্বপ্নেরা হাত মোছে
অনেক দূরে অরূপ রতন
এইতো কোথাও কাছে

পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান
পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান
পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান
পাগলা মন ছেড়ে-ছুঁড়ে অভিমান
ধর না রে তুই ঘরে ফেরার গান
পাগলা মন



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link