Bhalo Aar Mandote

Yeah
Ye-yeah-yeah

Yeah
Ye-ye-yeah

ভালো আর মন্দতে, মিলেমিশে দ্বন্দ্বতে
না বুঝে চললে পা পড়ে খানাখন্দতে
ছন্দতে হয়ে যায় ভুল, বোঝেনি এ মন
হয় ভুল, বোঝেনি এ মন (yeah)

পড়ে যাওয়া, সরে যাওয়া, লড়ে যাওয়া না কি বলো
ছিনে নেওয়া, মেনে নেওয়া, টেনে নেওয়া– তবে চলো
চলতে চলতে হয় ভুল, বোঝেনি এ মন
(এ হে হে হে, এ হে হে)

কেড়ে পাওয়া, ছেড়ে পাওয়া, মেরে পাওয়া দানাপানি
খুঁটে খাওয়া, লুটে খাওয়া, ফুটে খাওয়া সাবধানি
খেতে খেতে হয়ে যায়, বোঝেনি এ মন

শুধু দ্বিধা-দ্বন্দ্বতে, অচেনা আনন্দতে
না বুঝে চললে পা পড়ে খানাখন্দতে
ছন্দতে হয়ে যায় ভুল, বোঝেনি এ মন
হয় ভুল, বোঝেনি এ মন

দূরে দেখা, মুড়ে দেখা, ছুঁড়ে একা, ফেলেছি যা
ভেবে দেখা, দেবে দেখা, লাগে ছ্যাঁকা, মেনেছি তা
মানতে মানতে হয় ভুল, বোঝেনি এ মন
(ও হো হো হো এ হে)

ওহ গল্পতে, কল্পতে, অল্পতে বেঁচে থাকা
সাদরেতে, চাদরেতে, আদরেতে ঢেকে রাখা
ঢাকতে ঢাকতে হয় ভুল, বোঝেনি এ মন

তবু আধা বন্ধতে, জীবনের গন্ধতে
না বুঝে চললে পা পড়ে খানাখন্দতে
ছন্দতে হয়ে যায় ভুল, বোঝেনি এ মন
হয় ভুল, বোঝেনি এ মন



Credits
Writer(s): Tapan Kumar Sinha
Lyrics powered by www.musixmatch.com

Link