Mon Kemoner Station

ফাঁকা পড়ে আছে station
Train চলে গেছে একা
দূরে ঝরে যাওয়া বরফ
ভাঙা শার্সিতে দেখা

চিঠি এসেছিল কবে
কোনো শীতকালে হবে

আজও তার ঘুমে জল
বলে চল ফিরে যাই
যে হাওয়ায় একা train ফিরে যায়

যেন থেমে আছে সময়
ধোঁয়া ওঠে coffee cup-এ
ছোট শহরের কথা
কুয়াশার মন মাপে

মনে লেগে থাকা গরম
অভিমানে ছলোছলো

আজও তার ঘুমে জল
বলে চল ফিরে যাই
যে হাওয়ায় একা train ফিরে যায়

যদি যাই ছুটে প্রান্তরে
একমুঠো নিজেকে ছড়াই
যদি নাই ফিরি আর ঘরে
আনমনে দূরে চলে যাই

যদি যাই ছুটে প্রান্তরে
একমুঠো নিজেকে ছড়াই
যদি নাই ফিরি আর ঘরে
আনমনে দূরে চলে যাই
চলে যাই

একা পড়ে থাকে দুপুর
Sweater-এ জমা স্মৃতি
মন কেমনের station
জানি আসবে না চিঠি

ভেজা চোখ মুছে নিতে
যাবো আর কোনো শীতে

আজও যার ঘুমে জল
বলে চল ফিরে যাই
যে হাওয়ায় একা train ফিরে যায়



Credits
Writer(s): Srijato
Lyrics powered by www.musixmatch.com

Link