Mehedir Rang Makhano

মেহেদির রং মাখানো এ হাত ধরে
সারারাত রাতের ভ্রমর গল্প করে
মেহেদির রং মাখানো এ হাত ধরে
সারারাত রাতের ভ্রমর গল্প করে

সকালে আর তো থাকে না
হয়তো মনেও রাখে না
সকালে আর তো থাকে না
হয়তো মনেও রাখে না

জলসা এই আসরে গজল আর ঠুমরি সুরে
হৃদয়ের একটু ব্যথা, দুঃখ কিছু যায় যে মরে

শলমার নকশা করা উড়নি খুলে
আরও যে রেখেছি রং চোখে তুলে
শলমার নকশা করা উড়নি খুলে
আরও যে রেখেছি রং চোখে তুলে

সে ছবি কেউ তো আঁকে না
হয়তো মনেও রাখে না
সে ছবি কেউ তো আঁকে না
হয়তো মনেও রাখে না

গোলাপের এই বাগিচার বাহারের এই যে দোলায়
ছন্দের রঙ্গ তুলে সকলের মনকে ভোলায়

যে ডাকে সোহাগ-ভরা ফুলদানীতে
মন চায় পাপড়িগুলো ছড়িয়ে দিতে
যে ডাকে সোহাগ-ভরা ফুলদানীতে
মন চায় পাপড়িগুলো ছড়িয়ে দিতে

সে ডাকে কেউ তো ডাকে না
হয়তো মনেও রাখে না
সে ডাকে কেউ তো ডাকে না
হয়তো মনেও রাখে না

মেহেদির রং মাখানো এ হাত ধরে
সারারাত রাতের ভ্রমর গল্প করে

সকালে আর তো থাকে না
হয়তো মনেও রাখে না



Credits
Writer(s): Pulak Banerjee, Hemanta Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link