Ramdhanu Rang Niye (From "Mohonar Dike")

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি
রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি

কিছু আশা, কিছু প্রেম
কিছু আশা, কিছু প্রেম
এই খেলাঘরে রেখেছি

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি

পথিক দাঁড়িয়ে যাবে হায়
পথিক দাঁড়িয়ে যাবে হায়
বিরহ মিলন হয়ে খেলবে আঙ্গিনায়
বিরহ মিলন হয়ে খেলবে আঙ্গিনায়

ফুরাবে না কভু, এত স্বপ্ন এনেছি
ফুরাবে না কভু, এত স্বপ্ন এনেছি

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি

কিছু আশা, কিছু প্রেম
কিছু আশা, কিছু প্রেম
এই খেলাঘরে রেখেছি

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি

এ শুধু নয় খেলাঘর
এ শুধু নয় খেলাঘর
এখানে থাকবে না কোনো আপন-পর
এখানে থাকবে না কোনো আপন-পর

দুদিনের জীবনে এটুকু জেনেছি
দুদিনের জীবনে এটুকু জেনেছি

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি

কিছু আশা, কিছু প্রেম
কিছু আশা, কিছু প্রেম
এই খেলাঘরে রেখেছি

রামধনু রং নিয়ে
আমি খেলাঘর বেঁধেছি
রামধনু রং নিয়ে



Credits
Writer(s): Swapan Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link