Ondho Premik

হাতে হাত রেখে খুলিনি কখনো চোখ
অন্ধ প্রেমিক কপালে প্রেমের চোট, প্রেমের চোট
স্মৃতি খুঁড়ে খুঁড়ে তুলে আনো কাঁদামাটি
পুড়ে যাওয়া চুমু ছাই মাখা দুটো ঠোঁট, প্রেমের চোট

ভেঙে যেতে যেতে মিশে যাই ধুলো সুখে
সন্দেহ নিয়ে উড়ে যায় শুধু হাওয়া
মনে নেই কবে কোলে মাথা রেখে আমি
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া

ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া
মরে যাওয়া
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া

কতবার তুমি ঠুনকো কথার ভুলে
কথায় কথায় আমায় আঘাত করো, আঘাত করো
বারবার আমি আঘাতে আঘাত নিয়ে
হাত পেতে বলি আমায় আদর করো, আমায় আদর করো

ভেঙে যেতে যেতে মিশে যাই ধুলো সুখে
সন্দেহ নিয়ে উড়ে যায় শুধু হাওয়া
মনে নেই কবে কোলে মাথা রেখে আমি
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া

ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া
মরে যাওয়া
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া

যতবার তুমি সরে যাও অভিযোগে
কত জন্মের ভুলের দোহাই দিয়ে, দোহাই দিয়ে
বারবার আমি ফিরে আসি অনাদরে
সব অভিযোগ মাথায় পেতে নিয়ে, মাথা পেতে নিয়ে

ভেঙে যেতে যেতে মিশে যাই ধুলো সুখে
সন্দেহ নিয়ে উড়ে যায় শুধু হাওয়া
মনে নেই কবে কোলে মাথা রেখে আমি
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া

ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া
মরে যাওয়া
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া
মরে যাওয়া
ভালোবেসে ঘুম আসলে মরে যাওয়া



Credits
Writer(s): Rajib Chakraborty
Lyrics powered by www.musixmatch.com

Link