Na Hoyni Hoyni Bancha

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছ ঝরে

কারও কান্না কোনো ভুল হলো না এখনো
তুমি ভালোবাসবে কী করে

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছো ঝরে

কারও কান্না কোনো ভুল হলো না এখনো
তুমি ভালোবাসবে কী করে

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছ ঝরে

যাও, যতদূরে যাও
ডানাঝরা রোদ গান গেয়ে তার
চাও যাকে ছুঁতে রোজ
সন্ধ্যে বাতাস হয় একাকার
সেভাবে ফিরে এসো
যেন ঘরে ফেরে নদী
একটা হাত রাখো শিয়রে

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছ ঝরে

দাও যতটুকু প্রাণ
গেয়েছিল গান একটি কণায়
তাও দিতে গিয়ে আজ
ভরছে আকাশ কানায় কানায়
যেভাবে ভরে নদী
খোলা মুঠো মনে মনে
আজ দু'চোখ উঠেছে ভরে

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছ ঝরে

কারও কান্না কোনো ভুল হলো না এখনো
তুমি ভালোবাসবে কী করে

না হয়নি, হয়নি বাঁচা
না হয়নি কাছে আসা
না হয়নি সুরে ভাসা দূরে
না রইলে তুমি ঘাসে
না ইচ্ছে নীল আকাশে
না বৃষ্টি হয়ে গেছ ঝরে



Credits
Writer(s): Joy Sarkar, Saikat Kundu
Lyrics powered by www.musixmatch.com

Link