Item Bomb

C'mon, c'mon, c'mon, baby
Let's rock and roll
C'mon, c'mon, c'mon, baby
Let's rock and roll
C'mon, c'mon, come...
হাটে বাজারে
হাটে বাজারে, হায়

হাটে বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যেই না দুলিয়েছি কোমর নরম
আমারই সব দোষ
পোষায় না উপোস
ওরে বাবু, দে
আমায় ছেড়ে দে না রে এখন

এসেছি আমি item bomb
হাটে বাজারে item bomb
ফেটেছি আমি item bomb
হাটে বাজারে item bomb

C'mon, c'mon, c'mon, baby
Let's rock and roll
C'mon, c'mon, c'mon, baby
Let's rock and roll

কত যে শহিদ আছে তোর নামে লেখা
তাকালে current লাগে, ছুঁয়ে দিলে ছ্যাঁকা
কত যে শহিদ আছে তোর নামে লেখা
তাকালে current লাগে, ছুঁয়ে দিলে ছ্যাঁকা
তাও আজ তোর সাথে জ্বলে পুড়ে যাবো
বলে বলে তোর কাছে আমি case খাবো

(ওহ বাবু)
হাটে বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যেই না দুলিয়েছি কোমর নরম
আমারই সব দোষ
পোষায় না উপোস
ওরে বাবু, দে
আমায় ছেড়ে দে না রে এখন

এসেছি আমি item bomb
হাটে বাজারে item bomb
ফেটেছি আমি item bomb
হাটে বাজারে item bomb

ও চোখে চোখে কথা হবে, হবে ছেড়খানি
নটে গাছে জল দেবে রাজা আর রানি
চোখে চোখে কথা হবে, হবে ছেড়খানি
নটে গাছে জল দেবে রাজা আর রানি
রঙে ঢঙে তোর আমি আহা মরি মরি
মনে মনে দিস কেন এত হামাগুড়ি?

হাটে বাজারে, হায়
হাটে বাজারে বেড়েছে বেজায় গরম
আমি যেই না দুলিয়েছি কোমর নরম
আমারই সব দোষ
পোষায় না উপোস
ওরে বাবু, দে
আমায় ছেড়ে দে না রে এখন

এসেছি আমি item bomb
হাটে বাজারে item bomb
ফেটেছি আমি item bomb
হাটে বাজারে item bomb



Credits
Writer(s): Dev Sen, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link