Mon Tore

কান্দিয়া আকুল হইলাম ভব-নদীর পাড়ে
মন, তরে কেবা পার করে
মন, তরে কেবা পার করে

সুসময়ের দিন গওয়াইয়া
হায় মন, অসময়ে
অসময়ে আইলাম নদীর পাড়ে
মাঝি, তর নাম জানি না
আমি ডাইক দিমু কারে?
বলো, ডাইক দিমু কারে?

মন, তরে কেবা পার করে

নাও আছে খওয়াইনি নাই রে
হায় মন, মানুষ নাইরে পাড়ে
হায় মন, মানুষ নাইরে পাড়ে
মাঝি, তর নাম জানি না
আমি ডাইক দিমু কারে?
বলো, ডাইক দিমু কারে?

মন, তরে কেবা পার করে

অধম ইদমে বলে
হায় মন, কী আছে কপালে
হায় মন, কী আছে কপালে
হজরত শাহ্ জালালের দরগায় বসি
হায় মন, ইদম শাহ্ এ কান্দে
হায় মন, ইদম শাহ্ এ কান্দে

মন, তরে কেবা পার করে
মন, তরে কেবা পার করে
মন, তরে কেবা, কেবা-

নাও আছে খওয়াইনি নাই রে
হায় মন, মানুষ নাইরে পাড়ে
হায় মন, মানুষ নাইরে পাড়ে
মাঝি, তর নাম জানি না
আমি ডাইক দিমু কারে?
বলো, ডাইক দিমু কারে?

মন, তরে কেবা পার করে

অধম ইদমে বলে
হায় মন, কী আছে কপালে
হায় মন, কী আছে কপালে
হজরত শাহ্ জালালের দরগায় বসি
হায় মন, ইদম শাহ্ এ কান্দে
হায় মন, ইদম শাহ্ এ কান্দে

মন, তরে কেবা পার করে
মন, তরে কেবা পার করে
মন, তরে কেবা, কেবা-



Credits
Writer(s): Arko Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link