Dhichkiyaon

এ মনের circus-এ, life-এর bypass-এ
কেউ নেই তুই ছাড়া, সে কথা জেনে নে

হব আমি সাহসী, চালাব মনের AC
ধরে বেঁধে আমাকে কাছে তোর টেনে নে

হে, তোর চোখে ভীষণ ধার, তোর ঠোঁটে revolver
তোর হাতেই আজ খাব গুলি

ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই

Darling, warning দিয়েই দিলে
Burning এ হৃদয়, জ্বলে পুড়ে যায় (জ্বলে পুড়ে যায়)
হে darling, warning দিয়েই দিলে
Burning এ হৃদয়, জ্বলে পুড়ে যায়
গোলমাল রয়েছে মনের ভেতর
হালচাল জানি তোর খুব সুবিধের নয়

হে, তোর চোখে ভীষণ ধার, তোর ঠোঁটে revolver
তোর হাতেই আজ খাব গুলি

ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই

শুনশান ছিল মন, ভরালি তুই
Siren এই দেখ বেজে বেজে যায়
আনচান হলে মন আসতে হতোই
আগেই জেনেছি, নেই কোন উপায়

হে, তোর তুলোর মতো গাল, তোর ময়ূর-পেখম চাল
তোর হাতেই আজ খাব গুলি

ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই

ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, এলোমেলো করে দে না
ঢিচকিঁয়াও-ঢিচকিঁয়াও, লুটেপুটে খাই



Credits
Writer(s): Prasen, Dabbu
Lyrics powered by www.musixmatch.com

Link