Prakash Pay Geetimalya

দোসরা জুলাই, ১৯১৪
গ্রন্থাকারে প্রকাশ পায় গীতিমাল্য
গানগুলি লেখার সময়ই সুরের তাগিদ আসে রবীন্দ্র-ভাবনায়
শান্তিনিকেতন থেকে প্রমথ চৌধুরীকে চিঠিতে কবি লেখেন

"অনেকদিন চাপা থেকে হঠাৎ এখানে এসেই
মনের আনন্দে আমার মধ্যে গানের উৎসটি খুলে গেছে
সেইজন্যে কিছুতেই নড়াচড়া করতে ভরসা হচ্ছে না
যতদিন পর্যন্ত সুরের আশা আমার মগজে আছে
ততদিন বোলপুরই কি আর অন্য কোনো জায়গাই কি
সমস্তই আমার পক্ষে সুরলোক
এখন আমার সুরসভার আসন ত্যাগ করে ওঠবার হুকুম নেই"

পাশাপাশি বন্ধু Charles Andrews-কে লেখেন
"Just now the singing mood is upon me
And I am turning out fresh songs everyday"

সৃষ্টির সে পরম্পরায় এ কাব্যগ্রন্থের শতাধিক রচনার গোড়াতেই ঠাঁই পায়
বর্তমান গান



Credits
Writer(s): Soumitra Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link