Amar To Golpo Bola Kaj (From "Bastushaap")

আমার তো গল্প বলা কাজ
নটে গাছ মুড়িয়েছে আজ
এবার ফিরি তবে
পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

আমার তো গল্প বলা কাজ
নটে গাছ মুড়িয়েছে আজ
এবার ফিরি তবে
পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

সব তো বলা যায় না মুখ ফুটে
আসলে গল্প বলে ঠোঁটই অস্ফুটে
সব তো বলা যায় না মুখ ফুটে
আসলে গল্প বলে ঠোঁটই অস্ফুটে

ঘুড়ির ঠিকানা জানে
গাছের মাথায় কাটা সুতো
আমার ফেরার পথ
আরো যদি মেঘে ঢেকে যেত

বৃষ্টির সব ফোঁটা
আমার মনের কথা জানে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

এবার ফিরি তবে
পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

দিব্বি ভুলে থাকি
হঠাৎ সে কেন ফিরে আসে
ফিরে আসে
কে আর হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে
ভালোবাসে

দিব্বি ভুলে থাকি
হঠাৎ সে কেন ফিরে আসে
ফিরে আসে
কে আর হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে
ভালোবাসে

ভাবনা গাড়ির কাঁচে
গাছের মতো সরে যায়
আমার অক্ষমতা
হুট করে লুকোবো কোথায়

পদবি বড়ই একা
সবাই তো চেনে নাম শুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

এবার ফিরি তবে
পাহাড়ের ঢাল গুনে গুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে

কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে
কাঁটা কাঁটা ঘষে ঘষে
উলে উলে বুনে বুনে



Credits
Writer(s): Indraadip Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link