Prem Kise Hoy

প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
ও, প্রেম কীসে হয় তা কেউ কি জানে?

কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে
কখনো মনে মনে, কখনো কখনো আনমনে

প্রেম কীসে হয় তা কেউ কি জানে?

বলো আগে থেকে ভেবে ভেবে এ প্রেম করেছে
ও মনের মতন মন না হলে এ মন দিয়েছে
দেখাশোনা, ছোঁয়ার মাঝে সে আসে গোপনে
দেখাশোনা, ছোঁয়ার মাঝে সে আসে গোপনে

কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে
কখনো মনে মনে, কখনো কখনো আনমনে

প্রেম কীসে হয় তা কেউ কি জানে?

এ নানা রঙের খেলা, বোঝা যায় না
এ নানা ঢেউয়ের মেলা, গোনা যায় না
মনে মনে আসে এ যে মনের কওনে
মনে মনে আসে এ যে মনের কওনে

কখনো চোখে চোখে, কখনো ছবি এঁকে
কখনো মনে মনে, কখনো কখনো আনমনে

প্রেম কীসে হয় তা কেউ কি জানে?
হো, প্রেম কীসে হয় তা কেউ কি জানে?



Credits
Writer(s): Bappi Lahiri, Bibuhti Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link