Cholte Cholte

চলতে চলতে এসে দাঁড়িয়েছি কিনারায়
সম্মুখের পথ সব বন্ধ
পিছনে আঁধার অনন্ত

জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ

চলতে চলতে এসে দাঁড়িয়েছি কিনারায়
সম্মুখের পথ সব বন্ধ
পিছনে আঁধার অনন্ত

জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ

নিয়তির আদালতে সাজা হয়ে গেছে
অপরাধ কী যে তা তো জানি না
নিয়তির আদালতে সাজা হয়ে গেছে
অপরাধ কী যে তা তো জানি না
শুকালে সাগর যে হয় মরুভূমি
কেন কিছুতেই মেনে নিতে পারি না

আলো ছিল, নিভে গেল, মেলালো যে দ্বন্দ্ব
সম্মুখের পথ সব বন্ধ
পিছনে আঁধার অনন্ত

জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ

মাটির মানুষ হয়ে করেছি যে আশা
মানিনি কখনো বাধা নিরাশা
মাটির মানুষ হয়ে করেছি যে আশা
মানিনি কখনো বাধা নিরাশা
খুঁজতে গিয়ে সুখ পাইনি কোথাও খুঁজে
পেয়েছি শুধু বেদনাই উপহার

শুরু হয়েছিল যার তারই হলো অন্ত
সম্মুখের পথ সব বন্ধ
পিছনে আঁধার অনন্ত

জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ
জীবনের হারিয়েছে ছন্দ



Credits
Writer(s): Mohammed Aziz
Lyrics powered by www.musixmatch.com

Link