Posto (From "Posto")

আপন মনে থাকে পোস্ত, আপন মনে খেলে
আপন মনে হাসে পোস্ত, আপন মনে চলে
আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে
আপন মনে চলতে চলতে মুখ বেঁকিয়ে ভাবে
ঐ আকাশ থেকে মেঘ নামিয়ে ভিজতে কেমন লাগে

পোস্ত
পোস্ত
পোস্ত

আঁকতে ভালো লাগে পোস্তর, নাচতে ভালো লাগে
শীতের কালে ঠকঠকিয়ে কাঁপতে ভালো লাগে
রুটিনে নিয়মের ফাঁকে আটকে ঝুলে থাকে
আরে, রুটিন নিয়মের ফাঁকে আটকে ঝুলে থাকে
আর ঘুটঘুটে আঁধারে ভূতের নামটা ধরে ডাকে

পোস্ত
পোস্ত
পোস্ত

বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব, পুকুরেতে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিস গা
গাছের কোটরে, মনের ভেতরে
কত কী লুকিয়ে রাখে পোস্ত

পোস্ত
অ্যাই, পোস্ত

ট্রেনের মতো ছোটে পোস্ত, প্লেনের মতো ওড়ে
অঙ্ক কষে দেখে, তারপর পুকুরে ঢিল ছোঁড়ে
ব্যাঙ্গাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
ব্যাঙ্গাচি মিছিলে চলে লাফাতে লাফাতে
আর তাড়া খেলে বাড়ি ফেরে হাঁপাতে হাঁপাতে

পোস্ত
পোস্ত
পোস্ত

ফুলের গন্ধ মেখে পোস্ত মাঠে থাকে শুয়ে
স্বপ্নগুলো জোড়ে পোস্ত একে একে দুয়ে
বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
হ্যাঁ, বাবা যদি আমায় একটা রকেট কিনে দিতো
তবে চাঁদের ভেতর গুপ্তধন খুঁজতে যাওয়া যেতো

পোস্ত
পোস্ত
পোস্ত

বিকেল বেলার ঘাসে জোনাকি চারপাশে
তোকেও উড়িয়ে নিয়ে যাক
আকাশ উঁচুতে খুব, পুকুরেতে মেরে ডুব
রোদেই শুকিয়ে নিস গা
গাছের কোটরে, মনের ভেতরে
কত কী লুকিয়ে রাখে পোস্ত

পোস্ত
অ্যাই, পোস্ত
পোস্ত
পোস্ত
পোস্ত
পোস্ত



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link