Choddobesh

যুদ্ধ শেষ
তবু ভাঙ্গছে বেড়া মেঘ বাতাস অন্য দেশ
আর ডাকছে আকাশ
আজ বিদায় সবই শেষ

ক্লান্ত মন
দিচ্ছে পাড়ি আলগা করে পিছুটান
ছাপ থাকছে তবুও
ব্যবধান ধর্ম দেশ

ঠিকানা অন্তহীন
ভাবনারা পরাধীন
পোড়ে আজও একা রোদে
তোর আবেশ

হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ

জানি ঢাকবে মেঘে চাঁদ
আর শত্রুদের औकात
ডাকবে আমায় আড়ালে
নিরুদ্দেশ

হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ

বেনামী স্মৃতিরা
মিশে যাচ্ছে যেন আধা
দুঃস্বপ্নের আনাগোনা
তোর মনে পারাপার

সবই শূন্য করে কেন
হয়ে গেলি আজ তুই ফেরার?
মিলেমিশে স্বপ্ন শেষে
পড়ে থাকছে অন্ধকার
তবু একবার সঙ্গী হবো
মনে পড়লে তুই আবেশ

জানি ঢাকবে মেঘে চাঁদ
আর শত্রুদের औकात
ডাকবে আমায় আড়ালে
নিরুদ্দেশ

হয়তো তাই ফিরবে ঘরে
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ
ছদ্মবেশ



Credits
Writer(s): Loy Deep
Lyrics powered by www.musixmatch.com

Link