Diner Pore Din Je Gelo

দিনের পরে দিন যে গেল আঁধার ঘরে
দিনের পরে দিন যে গেল
তোমার আসনখানি দেখে মন
মন যে কেমন করে আঁধার ঘরে
দিনের পরে দিন যে গেল

ওগো বঁধু, ফুলের সাজি মঞ্জরীতে ভরল আজি
ব্যথার হারে গাঁথব তারে, গাঁথব চরণ 'পরে
আমার মন, মন যে কেমন করে আঁধার ঘরে

দিনের পরে দিন যে গেল

পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে
পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে
উত্তরীয়ের হাওয়া এসে ফুলের বনে জাগে পায়ের ধ্বনি
ফাগুনবেলার বুকের মাঝে পথ-চাওয়া সুর কেঁদে বাজে
প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে

আমার মন, মন যে কেমন করে আঁধার ঘরে
দিনের পরে দিন যে গেল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link