Gohono Ghono Chailo

কাল বিকেলের দিকে এমনি ক'রে এল, আমার ভয় হল
এমনতরো রাগী চেহারার মেঘ আমি কখনও দেখেছি ব'লে মনে হয় না
গাঢ় নীল মেঘ দিগন্তের কাছে একেবারে থাকে থাকে ফুলে উঠেছে
একটা প্রকাণ্ড হিংস্র দৈত্যের রোষস্ফীত গোঁফ-জোড়াটার মতো
এই ঘন নীলের ঠিক পাশেই দিগন্তের সব শেষে
ছিন্ন মেঘের ভিতর থেকে একটা টক্ টকে রক্তবর্ণ আভা বেরোচ্ছে—
একটা আকাশব্যাপী প্রকাগু অলৌকিক 'বাইসন' মোষ যেন খেপে উঠে
রাঙা চোখ দুটো পাকিয়ে ঘাড়ের নীল কেশরগুলো ফুলিয়ে
বক্র ভাবে মাথাটা নিচু ক'রে দাঁড়িয়েছে
এখনই পৃথিবীকে শৃঙ্গাঘাত করতে আরম্ভ ক'রে দেবে—

এবং এই আসন্ন সংকটের সময় পৃথিবীর সমস্ত শস্যখেত এবং গাছের পাতা হী হী করছে
জলের উপরিভাগ শিউরে শিউরে উঠছে
কাকগুলো অশান্ত ভাবে উড়ে উড়ে কা কা ক'রে ডাকছে
এমন সময় গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, যেমন ঝড় তেমনি বৃষ্টি
বাতাস কখনও পূব দিক থেকে, কখনও পশ্চিম দিক থেকে আসছে
এই ঝড়ের আঘাতে, মেঘের ছায়ায়, বৃষ্টির ঝরঝর শব্দে, বজ্রের গর্জনে
আমার বুকের ভিতরে একটা তুফান উঠছে, একটা কিছু করতে ইচ্ছে করছে
নিদেন খুব গলা ছেড়ে দিয়ে একটা কানাড়া কিংবা মল্লার দিয়ে দিলেও সময়টা বেশ কাটে
কতো মেঘলার দিন, কতো তেতলার ছাতের উপরকার আকাশ
কতো পূর্বস্মৃতি মনের ভিতর দিয়ে ছিন্নভিন্ন মেঘের মতো হু হু করে ভিড়ে যাচ্ছে

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল--

কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া

চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি

থরহর চরাচর পলকে ঝলকিয়া
ঘোর তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে

সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ--
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ--
কড়কড় বাজ

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
গহন ঘন ছাইল গগন ঘনাইয়া
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন
সব চরাচর আকুল--

কী হবে কে জানে
ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা

গহন ঘন ছাইল গগন ঘনাইয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link