Behag Jadi Na Hoi

কী গাইবো?
বেহাগ? আচ্ছা
নাহ্! বসন্ত্ গাই
ধ্যার্! ইমন?

বেহাগ যদি না হয় রাজি
বসন্ত্ যদি না আজ আসে
এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে
বেহাগ যদি না হয় রাজি
বসন্ত্ যদি না আজ আসে
এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে

তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ, বাজে গো সদাই
তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ, বাজে গো সদাই
কথার ফুলে সুরের ভ্রমর
যেথায় মিলন সুখে হাসে
সেই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে

চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই
চোখের দেখা যাক ফুরিয়ে, ক্ষতি কিছু নাই
স্বপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই
ভালোবাসাই শিখেছে মন
তাই তো শুধুই ভালোবাসে

এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে

বেহাগ যদি না হয় রাজি
বসন্ত্ যদি না আজ আসে
এই আসরে ইমন তুমি
থাকো বন্ধু আমার পাশে



Credits
Writer(s): Pulak Banerjee, Adhir Bagchi
Lyrics powered by www.musixmatch.com

Link