Na Na Na Aaj Raate Aar (From "Nishipadma")

না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না
না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না

শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর
এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি
যে পালাটি করছে ও তার নাম যে 'তাসের ঘর'
(বুঝলে নটবর?) (তুমিও যাবে না, আমিও যাবো না)

না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না

মুখে রঙ মেখে আর মুখোশ পরে, পরি যে পরচুলো
আমরা যা নয় তাই সেজে সবার চোখে ধুলো দিই
বুঝলে, চোখে ধুলো দেই
আমরা যা নয় তাই সেজে সবার চোখে যে দিই ধুলো
ছক-বাঁধা এই জীবন পালায় নেই যে অবসর
(বুঝলে নটবর?) (তুমিও যাবে না, আমিও যাবো না)

না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না
না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না

এই যাত্রাই দেখছি রোজই খোঁজ রাখে কে কারিই
আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী
আমার মনটা যদি সিরাজ সাজে, বুঝলে বটবর? এই মনটা যদি সিরাজ সাজে, আমার ভাগ্য মিরজাফর
(বুঝলে নটবর?)
আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মিরজাফর
আমার মনটা যদি সিরাজ সাজে, ভাগ্য মিরজাফর
(বুঝলে নটবর?)
কিছুতেই যাবো না, তুমিও না, আমিও না

না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না

শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর
এসেছে কলকাতারই নাম করা সেই নট্ট কোম্পানি
যে পালাটি করছে ও তার নাম যে 'তাসের ঘর'
(বুঝলে নটবর?) (তুমিও যাবে না, আমিও যাবো না)



Credits
Writer(s): Nachiketa Ghosh, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link