Bhije Chokh Dekha Hok

পায়ে জল মেখে রাত শুয়ে থাক
ছুঁয়ে দিক জলে চোখ, দেখা হোক
রাত-দুপুর, হঠাৎ আলাপে
কথার পালকি নামে এ ঘাটে
ভিজে চোখ, দেখা হোক

উষ্ণতা ভিজে এসেছে নিজে
মায়াতে জড়াতে
চুলে আঙুলে মোছা ঠোঁট
নেশা চোখ, দেখা হোক

ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিন অন্তহীন
পাশ ফেরা কথারা বেচারা
দূরাভাষ আকাশ পেরিয়ে
কথার জাহাজ একা দাঁড়িয়ে
ভিজে চোখ, দেখা হোক

কিছু না ভেবে
যা খুশি তা হেঁকে
দিতে চায় নিজেকে

ভুলে মাশুলে লাগা চোট
ব্যথা চোখ, দেখা হোক
ভিজে চোখ, দেখা হোক
ভিজে, ভিজে চোখ, দেখা হোক



Credits
Writer(s): Debasmita Karmakar
Lyrics powered by www.musixmatch.com

Link