Tomar Beenay Gaan Chhilo

তোমার বীণায় গান ছিল
আর আমার ডালায় ফুল ছিল গো
ফুল ছিল, ফুল ছিল
তোমার বীণায় গান ছিল

একই দখিন হাওয়ায়
সে দিন দোঁহায় মোদের দুল দিল গো
দুল দিল, দুল দিল

তোমার বীণায় গান ছিল
আর আমার ডালায় ফুল ছিল গো
ফুল ছিল, ফুল ছিল
তোমার বীণায় গান ছিল

সে দিন সে তো জানে না কেউ
আকাশ ভরে কিসের সে ঢেউ জানে না
সে দিন সে তো জানে না কেউ
আকাশ ভরে কিসের সে ঢেউ জানে না

তোমার সুরের তরী
ওগো তোমার সুরের তরী
আমার রঙিন ফুলে কূল নিল গো
কূল নিল, কূল নিল

তোমার বীণায় গান ছিল
আর আমার ডালায় ফুল ছিল গো
ফুল ছিল, ফুল ছিল
তোমার বীণায় গান ছিল

সে দিন আমার মনে হল
তোমার গানের তাল ধরে, সে দিন
আমার প্রাণে ফুল-ফোটানো
রইবে চিরকাল ধরে
তোমার গানের তাল ধরে, সে দিন

গান তবু তো গেল ভেসে
ফুল ফুরালো দিনের শেষে
গেল ভেসে
ফাগুনবেলার
ফাগুনবেলার মধুর খেলায়
কোনখানে হায় ভুল ছিল গো
ভুল ছিল, ভুল ছিল

তোমার বীণায় গান ছিল
আর আমার ডালায় ফুল ছিল গো
ফুল ছিল, ফুল ছিল
তোমার বীণায় গান ছিল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link