Marano Re Tuhun Mama

মরণ রে, তুঁহু মম শ্যামসমান
মরণ রে, তুঁহু মম শ্যামসমান
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট
রক্তকমলকর, রক্ত-অধরপুট
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান
তুঁহু মম শ্যামসমান

আকুল রাধা-রিঝ অতি জরজর
ঝরই নয়নদউ অনুখন ঝরঝর
আকুল রাধা-রিঝ অতি জরজর
ঝরই নয়নদউ অনুখন ঝরঝর
তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর
তুঁহু মম তাপ ঘুচাও

মরণ, তু আও রে আও

ভুজপাশে তব লহ সম্বোধয়ি
আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি
নীদ ভরব সব দেহ

তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন
অতুলন তোঁহার লেহ

ভানু ভণে, "অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
চঞ্চল চিত্ত তোহারি
জীবনবল্লভ মরণ-অধিক সো
অব তুঁহু দেখ বিচারি"

মরণ রে, তুঁহু মম শ্যামসমান



Credits
Writer(s): Traditional, Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link