Kendona Kendona Maa

কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?
কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?

ঈষৎ হাসিতে তোর-
ও মা, ঈষৎ হাসিতে তোর ত্রিভুবন আলো
কে বলেছে কালো?

কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?

কে দিয়েছে গালি তোরে? মন্দ, সে মন্দ
যে বলেছে কালি তোরে, অন্ধ, সে অন্ধ
তারা এসে দেখে নাই
নয়নতারায় কালি, নয়নতারায় নাই আলো
তাই তারা সে দেখে নাই, দেখে নাই

রাখে লুকিয়ে মা তোর নয়ন-কমল
কোটি আলোর সহস্র দল
তোর রূপ দেখে মা লজ্জায় শিব অঙ্গে ছাই মাখালো
কে বলেছে কালো?

কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?

তোর নীল কপালে কোটি তারা
চন্দনেরই ফোটার পারা ঝিকিমিকি করে গো
মা তোর দেহলতায় অতুল কোটি রবি-শশীর মুকুল
ফোটে আবার ঝরে গো

তুমি হোমের শিখা বহ্নি-জ্যোতি, তুমি স্বাহা দীপ্তিমতি
আঁধার ভুবন ভবনে মা কল্যাণ-দীপ জ্বালো
তুমি কল্যাণ-দীপ জ্বালো
কে বলেছে কালো?

কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?
কেঁদো না, কেঁদো না, মাগো, কে বলেছে কালো?



Credits
Writer(s): Traditional, Arup Pranay
Lyrics powered by www.musixmatch.com

Link