Jani Tomar Ajana

জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
আমি গোপন করিতে চাহি গো
ধরা পড়ে দু'নয়নে

কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই
কী বলিতে পাছে কি বলি
তাই দূরে চলে যাই কেবলই
পথপাশে দিন বাহি গো
তুমি দেখে যাও আঁখিকোণে
কী আছে আমার মনে

জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে

চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি
চিরনিশীথতিমির গহনে আছে মোর পূজাবেদী
চকিত হাসির দহনে সে তিমির দাও ভেদি

বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া
বিজন দিবস-রাতিয়া
কাটে ধেয়ানের মালা গাঁথিয়া
আনমনে গান গাহি গো
তুমি শুনে যাও খনে খনে
কী আছে আমার মনে

জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে
জানি তোমার অজানা নাহি গো
কী আছে আমার মনে



Credits
Writer(s): Rabindra Nath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link