Majhi Re

আমার প্রথম দেখা বৃষ্টির জলে
ভাসিয়েছি ভেলা খেলার ছলে
সেই জল গেছে মিশে কোন নদীতে
গেছে হারিয়ে কোন সাগরে

মাঝিরে, ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে?
মাঝিরে, ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে?
নৌকো আমার ছেলেবেলার, কাগজের
কাগজের

আমার প্রথম পাওয়া আঁকার খাতা
আমার প্রথম লেখা কবিতা
সেই ছেলেবেলার স্বপ্ন হাজার
গেছে হারিয়ে কোন সাগরে

মাঝিরে, ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে?
মাঝিরে, ও মাঝিরে
দেখেছো কি তুমি তারে?
নৌকো আমার ছেলেবেলার, কাগজের
কাগজের

नीली अंबर सी नैया मेरी
लहरों की धुन में बह चली
गहरे सागर में तनहा कहीं
गीतों को तुम्हारे खोजती

একটা ঝলসে যাওয়া বিকেল বেলায়
একটা লালচে সাগরের জলে
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই
নৌকো আমার কাগজের

মাঝিরে, ও মাঝিরে
देखा है क्या तुमने उसे?
कागज़ की नाव में हैं भरे सपने मेरे
ও মাঝিরে

মাঝিরে, মাঝিরে, মাঝিরে



Credits
Writer(s): Sultan Khan, Niaz Ahmed, Hamad Khan
Lyrics powered by www.musixmatch.com

Link