Bangali Maacher Jhol

পেটের চিন্তায় কাটছে বারো মাস
বোরিং জীবন, মজার অক্টোপাস
সেই মজায় আমিও আছি
সুযোগ এলো, সুযোগ আসছে ঐ
সবাই চায়ছে কিন্তু পাচ্ছে কই?
তাই কেমন চুপসে আছে

কলা পাতা দিয়ে রেখে
ঢেকে চলো না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আরও বাড়ে কিসে?
দুরছাই আমি কি পারব বানাতে...

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি

যা বানাচ্ছি মনে হচ্ছে ননসেন্স
তলানিতে ঠেকেছে কনফিডেন্স
তাও কড়াই ভরছি তেলে
আসল রান্নার পদ্ধতিটা কি?
মনের কথা বলা আর চালাকি
নিজেকে দেবো ঢেলে

কলা পাতা দিয়ে রেখে
ঢেকে চলো না
রেসিপিতে বেশি কিছু পাওয়া গেল না
নুনে আর হলুদে মিশে স্বাদ আর বাড়ে কিসে?
দুরছাই আমি কি পারব বানাতে...

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি

বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি মাছের ঝোল
বাঙালি বাঙালি



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link