Tumi Jamonoi Noopur

তুমি যেমন নূপুরই হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো
তুমি যেমন নূপুরই হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো

তুমি মাটির ঘরেই থেকে যদি মাটির প্রদীপ হও
বা ময়ূরমহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও
তুমি মাটির ঘরেই থেকে যদি মাটির প্রদীপ হও
বা ময়ূরমহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও
তবু ছড়াতে গেলে আলো, কোনো আগুনে তোমায় পুড়তেই হবে

ও মনে রেখো
তুমি যেমন নূপুরই হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো

যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণই হও
বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হয়েই রও
ও যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণই হও
বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হয়েই রও
তবু ভালো যে বাসতে গেলে কোনো ব্যথায় তোমায় কাঁদতেই হবে

ও মনে রেখো
তুমি যেমন নূপুরই হও, বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ, মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো



Credits
Writer(s): Bappi Lahiri, Pulak Bandhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link