Swarthapar

স্বার্থপর এ দুনিয়ায় আমরা সবাই স্বার্থপর
স্বার্থপর এ দুনিয়ায় আমরা সবাই স্বার্থপর
সবাই বলে তুমি আমার
আসলে তুমিও যে পর, আসলে তুমিও যে পর
স্বার্থপর এ দুনিয়ায় আমরা সবাই স্বার্থপর

সাফল্যকে চিনি সবাই, ব্যর্থতাকে কেউ চিনি না
সাফল্যকে চিনি সবাই, ব্যর্থতাকে কেউ চিনি না
তাইতো চাই সফল মানুষ, ব্যর্থ মানুষকে মানি না
সাফল্যকে চিনি সবাই, ব্যর্থতাকে কেউ চিনি না
তাইতো চাই সফল মানুষ, ব্যর্থ মানুষকে মানি না
ব্যর্থ মানুষকে মানি না, ব্যর্থ মানুষকে মানি না

টাকার তৈরী এই দুনিয়ায় সবের মূলে এই টাকা
টাকার তৈরী এই দুনিয়ায় সবের মূলে এই টাকা
টাকা ছাড়া মায়া-মমতার আওয়াজ হয় যে ফাঁকা
টাকার তৈরী এ দুনিয়ায় সবের মূলে এই টাকা
টাকা ছাড়া মায়া মমতার আওয়াজ হয় যে ফাঁকা

তবু এ দুনিয়ার একটা কোণে আছে ভালবাসা
তবু এ দুনিয়ার একটা কোণে আছে ভালবাসা
সেই টানে একসাথে সবাই রয়েছি মোরা
ও সেই টানে একসাথে সবাই রয়েছি মোরা
সেই টানে একসাথে সবাই রয়েছি মোরা



Credits
Writer(s): Deep
Lyrics powered by www.musixmatch.com

Link