Kotha Bolbo Na

এক পলকেই চলে গেল
আহ, কী যে তার মুখখানা!
রিক্সা কেন আস্তে চলে না?
না, চলে না
রিক্সা কেন আস্তে চলে না?

এক পলকেই চলে গেল
আহ, কী যে তার মুখখানা!
রিক্সা কেন আস্তে চলে না?
না, চলে না
রিক্সা কেন আস্তে চলে না?

রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে
আমার হৃদয় তুচ্ছ করে
রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে
আমার হৃদয় তুচ্ছ করে
হায় পরমা-
হায় পরমা, মুখ ফিরিয়ে
একটা কিছু বলে না

রিক্সা কেন আস্তে চলে না?
না, চলে না
রিক্সা কেন আস্তে চলে না?

বাতাস লেগে উড়ছে যে চুল
উড়ছে আঁচল, সাদা সাদা ফুল
বাতাস লেগে উড়ছে যে চুল
উড়ছে আঁচল, সাদা সাদা ফুল
রিক্সায় দ্রুত-
রিক্সায় দ্রুত চলে গেলে কেন?
একটু আমার হলে না

রিক্সা কেন আস্তে আস্তে চলে না?
রিক্সা কেন আস্তে চলে না?

এক পলকেই চলে গেল
আহ, কী যে তার মুখখানা!
রিক্সা কেন আস্তে চলে না?
না, চলে না
রিক্সা কেন আস্তে চলে না?

এক পলকেই চলে গেল
আহ, কী যে তার মুখখানা!
রিক্সা কেন আস্তে আস্তে চলে না?
রিক্সা কেন আস্তে চলে না?
না, চলে না
রিক্সা কেন আস্তে চলে না?

রিক্সা কেন আস্তে চলে না?



Credits
Writer(s): Traditional, Zulfiqer Russell
Lyrics powered by www.musixmatch.com

Link