He Shib Shambhu

শিব নামে হলো জগৎ আলোকময়
ভক্তের হৃদয়ে তা হলো শিব শিবময়

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে লোক ব্যাপী
তুমি হে তুমি শ্রদ্ধার পুষ্প মন বেলপত্র
সমরপি নাম নাথ নমিগো নমিগো

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে লোক ব্যাপী
তুমি হে তুমি শ্রদ্ধার পুষ্প মন বেলপত্র
সমরপি নাম নাথ নমিগো নমিগো

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে
লোক ব্যাপী তুমি হে তুমি

ওগো জগৎ স্বামী তুমি অন্তর্যামী
মোর জীবন তব পথে অনুগামী
তব শক্তি অপার খুলে হৃদয় দুয়ার
তোমার পূজা হলো যে মোর জীবন আঁধার
সকল কর্ম মোর পূজার ফুলের
সাথে চরণে তব সপিলাম আমি

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে
লোক ব্যাপী তুমি হে তুমি

মনে এই বাসনা আর এই কামনা
জীবন ভরে করি তব আরাধনা
ভুলে গেলো উদয় হবো আনন্দময়
সাথে হতে পারি যেনো আমি প্রেমময়
তোমার ই বরে বল পায় কত নির্বল
তব করুন করি শোননা আমি

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে লোক ব্যাপী
তুমি হে তুমি শ্রদ্ধার পুষ্প মন বেলপত্র
সমরপি নাম নাথ নমিগো নমিগো

হে শিবসম্ভু মম ভোলানাথ মনে
লোক ব্যাপী তুমি হে তুমি



Credits
Writer(s): Bhushan Dua, Ratan Shaha, Ramanuj Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link