Bose Achhi Path Cheye - From "Shap Mochan"

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাব
মন মানে না

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাব
মন মানে না
মন মানে না

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাব
মন মানে না
মন মানে না

বেদনার শতদলে স্মৃতির সুরভি জ্বলে
বেদনার শতদলে স্মৃতিরও সুরভি জ্বলে
নিশীথের মনবীণা সুর জানে না

যত ভাবি ভুলে যাব
মন মানে না
মন মানে না

আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া, না পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের মর্মব্যথা

আজ তুমি নেই সাথে
ভুলে থাকা ছলনাতে
মনে মনে ভাবি শুধু তোমারি কথা
পাওয়া, না পাওয়ার মাঝে
অচেনার সুর বাজে
সুরভিত বিরহের মর্মব্যথা

তুমি, ওগো তুমি, মোরে বেঁধেছ যে মায়াডোরে
তুমি, ওগো তুমি, মোরে বেঁধেছ যে মায়াডোরে
সে বাঁধনে দুনয়নে ঘুম আসে না

যত ভাবি ভুলে যাব
মন মানে না
মন মানে না

বসে আছি পথ চেয়ে
ফাগুনের গান গেয়ে
যত ভাবি ভুলে যাব
মন মানে না
মন মানে না



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Bimal Chandra Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link