Dur Banante Chhaya Name

দূর বনান্তে ছায়া নামে, সন্ধ্যা ঘনায় ওই বুঝি
এই বিষণ্ণ দিন শেষে তোমাকে শুধু খুঁজি
দূর বনান্তে ছায়া নামে

সব কোলাহল শেষ হলে পাখিরা ফেরে কুলায়
সব কোলাহল শেষ হলে পাখিরা ফেরে কুলায়
দূর পথে কে উদাসী আনমনে গান গায়

মন চলে যায় কোন সুদূরে আঁধারের কাছাকাছি
শূন্য, বড়ো শূন্য লাগে, একা তাই বসে আছি

দূর বনান্তে ছায়া নামে

দিন যায়, সন্ধ্যা নামে ধীরে এই চরাচরে
দিন যায়, সন্ধ্যা নামে ধীরে এই চরাচরে
কী ব্যথায় অবিরত দুটি চোখে জল ঝরে

সুর হারানো এই অবেলায় আঁধারে যে সুর খুঁজি
শূন্য, বড়ো শূন্য লাগে, একা তাই বসে আছি

দূর বনান্তে ছায়া নামে, সন্ধ্যা ঘনায় ওই বুঝি
দূর বনান্তে ছায়া নামে



Credits
Writer(s): Mohan Madan, Dasgupta Subho
Lyrics powered by www.musixmatch.com

Link