Ganga Tumi Boicho Jeno

গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিগায়
গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়
বাঁধবো তোমায় আমি আমার
লেখা কবিতায়
লেখা কবিতায়
গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়

নিঝুম রাতে চাঁদের আলো
পড়ছে তোমার গায়
আমার কবিতায়
আমার কবিতায়

গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়

হাজার জনের ভিড়ের মাঝে
বইছো তুমি আপন মনে
করছো পারাপার
বইঠা লইয়া মাঝি চলে
আপন মনে পূবের পানে
করছো পারাপার
করছো পারাপার

মাঝি রে, তুই বইঠা লইয়া
আয় না আমার গাঁয়

গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়

ও আসছে গাঙে জোয়ার-ভাটা
বুঝলো না কেউ তার মানেটা
করছো পারাপার
গাঙের জলে বুক ভাসাইয়া
মা, তোর কোলে কোল জড়াইয়া
করবি পার আমায়
করবি পার আমায়

মাঝি রে, তুই বইঠা লইয়া
আয় না আমার গাঁয়

গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়
বাঁধবো তোমায় আমি আমার
লেখা কবিতায়
লেখা কবিতায়
গঙ্গা, তুমি বইছো যেন
আমার আঙিনায়



Credits
Writer(s): Raju Saha
Lyrics powered by www.musixmatch.com

Link