Ei Kule Ami Aar Oi Kule Tumi

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দু'টি পাখি দু'টি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়
দূরে আছ তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়

দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
দেখি আমি চোখ মেলে মনেরও মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেঁয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়



Credits
Writer(s): Bankim Ghosh, Manna Dey
Lyrics powered by www.musixmatch.com

Link