Phire Aaye

ধুলোমাখা ছেলেবেলা, বাজে প্যান্ডেলেতে ঢাক
নতুন প্রেমের ফুচকা আজ আবার দিলো ডাক

ধুলোমাখা ছেলেবেলা, বাজে প্যান্ডেলেতে ঢাক
নতুন প্রেমের ফুচকা আজ আবার দিলো ডাক
ঠাকুর দেখার ছুতোয় আজ কাউকে খোঁজে চোখ
ফেলে আসা প্রেমের চেনা খুনসুটিও হোক
সারারাত হাতে হাত দু'জনে college street-এ
হয়তো তোমার জন্য বসবো tram এর ladies seat-এ

আয়, ফিরে আয়, পুজোর ভিড়ে ফিরে আয়
আয়, ফিরে আয়, নতুন করে ফিরে আয়

চেনা পাড়া অচেনা আলোয় সেজে
আগমনী গান মাইকে চলছে বেজে
কাশবন আর ছুটে চলা রেলগাড়ি
প্রথম প্রেমের লাল টিপ আর লাল শাড়ি

জানি সে দিন আর ফিরবে না
Frame-এর ছবি কথা বলবে না
তবু আলতো ছোঁয়ায় আমায় ডাকলো সে যে

আয়, ফিরে আয়, পুজোর ভিড়ে ফিরে আয়
আয়, ফিরে আয়, নতুন করে ফিরে আয়

ধুলোমাখা ছেলেবেলা, বাজে প্যান্ডেলেতে ঢাক
নতুন প্রেমের ফুচকা আজ আবার দিলো ডাক

সেই আলোগুলো মনে রয়েছে জ্বলে
সময় চলে গেছে কাউকে না বলে
কিছুই হারায়নি, হারায় না আসলে
তোমায় আমায় আগলে রেখে সময় যে বলে

আয়, ফিরে আয়, পুজোর ভিড়ে ফিরে আয়
আয়, ফিরে আয়, নতুন করে ফিরে আয়
আয়, ফিরে আয়, পুজোর ভিড়ে ফিরে আয়
আয়, ফিরে আয়, নতুন করে ফিরে আয়



Credits
Writer(s): Jeet Gannguli, Anindya Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link