Palao

বেঁচে আছি আমি বাঁচার সীমান্তে
ভাবিনি কখনও কী আছে অন্য প্রান্তে
এখন জীবন বলছে আমায় জানতে
এখন জীবন বলছে আর নেই সময়

ভাল আছি ভাল থাকবার চাহিদায়
সব ভাল যুগে ভাল না থাকা ভীষণ দায়
এমন ভালভাবে থাকার সমস্যায়
ক্লান্ত জীবন বলছে শেষ হোক অভিনয়

কী যেন গভীর থেকে
আজ উঠে আসতে চাইছে
গান আর গাইছি কোথায়
গানই বোধহয় আমায় গাইছে
জানি না পারবে কি না
কাল এ গান গাইতে তুমিও
কান্নার চেয়ে বরং
তখন এ গান শুনিও

এভাবে পালানোর ছিলনা পরিকল্পনাই
পালাতে হবে জানলে কি আর আমি গান গাই
পরিতক্ত্য এখন সে থাকার ইচ্ছাই
চলে যাওয়ার উত্তেজনাই আনে শিহরণ

চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ—

পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও

কখনও ভাবিনি আমি
যে কী ভাবছে সমকাল
আমার এ মূল্যবোধ
চিরদিনই তাই সমান্তরাল
জবানবন্দিতে আজ
নেই অবকাশ এড়িয়ে যাওয়ার
করিনি কোনও চেষ্টাই
আমি হিসেবটা মিলিয়ে দেওয়ার

অস্বীকার আমি করছি না যে ব্যর্থতার
জন্য দায় আমার প্রাপ্য তিরস্কার
আর এমনভাবেই তৈরী পরিস্থিতিটার
মোকাবিলার থেকে অনেক সহজ পলায়ন
চেনা শরীর তবু রেখেছে আমায় প্রহরায়
চেনা গিটার বাজে এখনও বাজার ইচ্ছায়
তবু ভিড়ের মাঝে কান পাতলেই শোনা যায়
অজানা অস্বস্তিজনক এক উচ্চারণ—

পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও পালাও
পালাও পালাও পালাও পালাও



Credits
Writer(s): Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link