Din Nei Raat Nei

দিন নেই, রাত নেই, পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই
দিন নেই, রাত নেই, পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই
রাত যায়, দিন আসে, সূর্য আবার হাসে
বাঁধাধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই
দিন নেই, রাত নেই, পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই

রুক্ষ শীতের দিনে যে গাছের ডালগুলো মরে যায়
বসন্ত এলে তারা ফুলে আর গুঞ্জনে ভরে যায়
রুক্ষ শীতের দিনে যে গাছের ডালগুলো মরে যায়
বসন্ত এলে তারা ফুলে আর গুঞ্জনে ভরে যায়

সবুজ প্রাণের সাড়া জাগবেই
তার ছেঁড়া একতারাটারই তারে
নতুন গানের সুর লাগবেই
সবুজ প্রাণের সাড়া জাগবেই
তার ছেঁড়া একতারাটারই তারে
নতুন গানের সুর লাগবেই
বিধাতার নিয়মেই বাঁধাধরা একই সেই
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই

দিন নেই, রাত নেই, পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই
রাত যায়, দিন আসে, সূর্য আবার হাসে
বাঁধাধরা একই সেই পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই

আজকের এই পথ কাল যে নতুন বাঁকে ঘুরে যায়
নতুন আকাশ দেখে ডানা মেলে পাখিরা যে উড়ে যায়
আজকের এই পথ কাল যে নতুন বাঁকে ঘুরে যায়
নতুন আকাশ দেখে ডানা মেলে পাখিরা যে উড়ে যায়

মেঘের আড়ালে তারা হাসবেই
হাল ভাঙা খেয়া তরী কূলে যে আবার
সময় হলে ফিরে আসবেই
মেঘের আড়ালে তারা হাসবেই
হাল ভাঙা খেয়া তরী কূলে যে আবার
সময় হলে ফিরে আসবেই
চিরদিনই তবু এই বাঁধাধরা একই সেই
পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই

দিন নেই, রাত নেই, পৃথিবীটা ঘুরছে তো ঘুরছেই



Credits
Writer(s): Hemant Kumar Mukherjee, Gouri Prasanna Majumdar
Lyrics powered by www.musixmatch.com

Link