Jeebon Ek Tirtha

জীবন এক তীর্থ আর দেহ মন্দির যার
জীবন এক তীর্থ আর দেহ মন্দির যার
মনে থাকে, মনে থাকে যে দেবতা, ভালোবাসা পূজা তাঁর
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার

জীবন এক তীর্থ আর দেহ মন্দির যার
মনে থাকে, মনে থাকে যে দেবতা, ভালোবাসা পূজা তাঁর
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার

দুঃখের নামাবলি গায়, বৈরাগী সুখ যায়
ও দুঃখের নামাবলি গায়, বৈরাগী সুখ যায়
কত রতন পায় এসে খুঁজে পথের ধুলায়
চলার শেষে আবার ধুলায়
চলার শেষে আবার ধুলায় ফেলে যাবে সেই মণিহার
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার

জীবন এক তীর্থ আর দেহ মন্দির যার
মনে থাকে যে দেবতা, ভালোবাসা পূজা তাঁর
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার

জীবন দিয়েও দিতে হবে কারো জীবনের দাম
ও জীবন দিয়েও দিতে হবে কারো জীবনের দাম
ভাবা যাবে না তো কীসের কী হয় যে পরিণাম
ঋণ শোধ করতে হবে
ঋণ শোধ করতে হবে চলে যাবার আগে সবার
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার

জীবন এক তীর্থ আর দেহ মন্দির যার
মনে থাকে, মনে থাকে যে দেবতা, ভালোবাসা পূজা তাঁর
আসুক আলোর বন্যা, খুলে দাও যত বন্ধ দ্বার



Credits
Writer(s): Mukul Dutta, Nagrath Rajesh Roshan
Lyrics powered by www.musixmatch.com

Link