Oi Bhanglo Hashir Badh

ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
অধীর হয়ে মাতল কেন, কেন পূর্ণিমার ওই চাঁদ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল

উতল হাওয়া ক্ষণে-ক্ষণে মুকুল-ছাওয়া বকুল বনে-বনে
দোল দিয়ে যায়, দোল দিয়ে যায়, দোল দিয়ে যায়
পাতায় পাতায়, ঘটায় পরমাদ

ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল

ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে
স্বপন যত ছড়িয়ে পল দিকে দিগন্তরে
ঘুমের আঁচল আকুল হল কী উল্লাসের ভরে
আজ রাতের এই পাগলামিরে বাঁধবে বলে কে ওই, ঐযে ফিরে
শালবীথিকায়-শালবীথিকায়-শালবীথিকায়
ছায়া গেঁথে তাই-তাই পেতেছে ফাঁদ

ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল
অধীর হয়ে মাতল কেন, কেন পূর্ণিমার ওই চাঁদ
ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ

ওই ভাঙল
ভাঙল হাসির বাঁধ
ওই ভাঙল



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link